Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ এএম

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

বগুড়ায় মিলন হোসেন (৩৪) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদককে কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের ঝোপগাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

আহত মিলন হোসেন বগুড়া শহরের দক্ষিণ ঝোপগাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের ১৭নং ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক। 

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিলন হোসেন ঝোপগাড়ি এলাকায় দোয়েল ফিলিং স্টেশনের সামনে যান। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা তার হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: শিক্ষক ভাগিনার মরদেহ দেখে মামার মৃত্যু

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিলন হোসেনের ওপর হামলা করা হয়েছে। এটি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম