Logo
Logo
×

সারাদেশ

স্বজন সমাবেশের চতুর্থ লোকনাট্য উৎসব

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

স্বজন সমাবেশের চতুর্থ লোকনাট্য উৎসব

হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা ও শাহজাদপুর সরকারি কলেজ শাখা ৪র্থবারের মতো লোকনাট্য উৎসবের আয়োজন করে।

শাহজাদপুর পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে রোববার বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে বাংলাদেশ গ্রামে থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার ও ভোর হলো।

এ লোকনাট্য উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আসমত আলী, কবি ও নাট্যকার ম. জাহান, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, কবি এআর সিদ্দিকী, সহকারী শিক্ষক সুজন আহমেদ, এ এ শহিদুল্লাহ বাবলু, ওস্তাদ বায়জিদ হোসেন, বিধান চন্দ্র ঘোষ প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন। 

এ অনুষ্ঠানে হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধুয়াগান, বাউলগান, লালনগীতি, পল্লিগীতি, ভাওয়াইয়া, মুর্শিদী গান, কবিতা আবৃত্তি, নাটক, কৌতুক ও নৃত্য পরিবেশন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম