Logo
Logo
×

সারাদেশ

৩৮ হাজারে বিক্রি হল ২০ কেজির কাতল 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

৩৮ হাজারে বিক্রি হল ২০ কেজির কাতল 

ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তাই বড় প্রজাতির মাছ যেমন রুই, কাতল, পাঙাশ ও বাগাড় জেলেদের জালে ধরা পড়ছে। 

প্রায় ২০ কেজি ওজনের একটি কাতল শনিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট বাজারে ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এরআগে শুক্রবার সন্ধ্যায় কলারবাগান এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

রাতে ৩৬ হাজার টাকায় কাতলটি কিনেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা।

তিনি জানান, বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর পেয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। পরে রাতেই ইউসুফ মোল্লার আড়তে আনা হলে ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি। এই মৌসুমে পদ্মা নদীর এত বড় কাতল মাছ এবারই প্রথম ধরা পড়েছে। এত বড় কাতল মাছ পেয়ে জেলেরা যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে তারাও খুশি হয়েছেন।

মাসুদ মোল্লা আরও জানান, কাতল মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকা দিয়ে তিনি কিনে নেন। পরে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার টাকায় বিক্রি করে দেন। মাছটি শনিবার সকালে ঢাকাগামী একটি পরিবহণে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম