Logo
Logo
×

সারাদেশ

মানুষের জন্য সহযোগিতার হাত সব সময় বাড়িয়ে দেব: এমপি নদভী

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

মানুষের জন্য সহযোগিতার হাত সব সময় বাড়িয়ে দেব: এমপি নদভী

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, সাম্প্রতিক বন্যায় দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি কিছু বাদ যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জরুরি ভিত্তিতে সবকিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত ফান্ড থেকে, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হয়েছে। মানুষ যতদিন ঘুরে দাঁড়াতে পারেনি ততদিন আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে। 

শুক্রবার নিজ বাসভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। 

আনম সেলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবসার চৌধুরী, মাস্টার ফরিদুল আলম, লোহাগাড়া আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, যুবলীগ নেতা হারেজ মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, সাতকানিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কায়সার হামিদ অভি, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম