Logo
Logo
×

সারাদেশ

দেশে দেশে ঘুরে সেলফি তুলে লাভ হবে না: রুহুল কুদ্দুস দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম

দেশে দেশে ঘুরে সেলফি তুলে লাভ হবে না: রুহুল কুদ্দুস দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে দেশে দেশে ঘুরে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি ও ছবি তুলে প্রচার করছেন। তিনি মিথ্যা প্রচার করে বোঝানোর চেষ্টা করছেন সকলে তার পক্ষে। এসব সেলফি ও ছবি তুলে প্রচার করে কোনো লাভ হবে না। ক্ষমতা তাদের ছাড়তেই হবে। বিএনপির এক দফার আন্দোলন সফল হবেই।

শুক্রবার দুপুরে নাটোরের তেবাড়িয়ায় বিএনপি নেতা মোতালেব হোসেন ওরফে দুলাল বেপারীর জানাজা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, মরহুম দুলাল বেপারীর ছেলে সদর থানা বিএনপির সম্পাদক ফয়সাল আলম আবুল ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। জানাজায় বিএনপি ও সব অঙ্গ সংগঠনসহ এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম