
প্রিন্ট: ০৫ মার্চ ২০২৫, ০২:১১ এএম
থানায় ঘুস বাণিজ্য, এবার ওসির ড্রাইভার প্রত্যাহার

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ এএম

আরও পড়ুন
গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানায় ঘুসবাণিজ্যে এবার প্রত্যাহার হলেন ওসি শফিকুল ইসলামের ড্রাইভার মো. শরিফ মিয়া।
কনস্টেবল শরিফ মিয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যানবাহন শাখার অধীনে পূবাইল থানার ওসির ড্রাইভার হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
তাকে হেডকোয়ার্টার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অটোচালকের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুস নেওয়ার কথা ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া চলতি মাসের ১৪ তারিখে ৯৫ হাজার টাকা ঘুসবাণিজ্যের জন্য পূবাইল থানার এএসআই গোলাম সারোয়ার ও কনস্টেবল আকরাম প্রত্যাহার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে ৭ দিনের ব্যবধানে ঘুসবাণিজ্যে তিন পুলিশ সদস্য প্রত্যাহার হলেন পূবাইল থানা থেকে।
যুগান্তরকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন সহকারী পুলিশ কমিশনার জিএমপি (গাছা জোন) মাকসুদুর রহমান।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর
বৃহস্পতিবার বিকালে জিএমপি উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার এণ্ড ফিন্যান্স) মোহাম্মদ ইলতুৎমিশের স্বাক্ষরিত এক আদেশে ওসির ড্রাইভার শরিফ মিয়াকে প্রত্যাহার করা হয়।