Logo
Logo
×

সারাদেশ

ট্রাফিক সার্জেন্ট মুনাফের সহায়তায় শিশু গেল মা-বাবার কোলে

Icon

পাহাড়তলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

ট্রাফিক সার্জেন্ট মুনাফের সহায়তায় শিশু গেল মা-বাবার কোলে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে রিফাত নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মুনাফ মুন্সি। পরে ওই ছাত্রকে তার বাবা ও মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত সার্জেন্ট মুনাফ মুন্সি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দায়িত্ব পালন করার সময় ১০ বছর বয়সের এক কিশোর সড়কে কান্নাকাটি করতে দেখেন। ওই সময় রিফাত নামের ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় রাগ করে বাড়ি ছেড়েছে। এখন আর বাড়ির ঠিকানায় যেতে পারছিল না। পরে সার্জেন্ট মুনাফ মুন্সি পুলিশ ও জনপ্রতিধির মাধ্যমে যোগাযোগ করে উদ্ধারকৃত রিফাতকে পিতার হাতে সোপর্দ করেছেন।

রিফাত চট্টগ্রাম জেলার পটিয়া আনজুরহাট আমির হামজা বাড়ির ইমরানের ছেলে ও উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির ছাত্র। ছেলেটিকে ফিরে পেয়ে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। সার্জেন্ট মুনাফ মুন্সিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এ বিষয়ে সার্জেন্ট মুনাফ মুন্সি যুগান্তরকে বলেন, আমরা সড়কে শৃঙ্খলায় রোদ-বৃষ্টিতে দায়িত্ব পালন করি; আমরা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালন করেছি মাত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম