Logo
Logo
×

সারাদেশ

তাপে বেঁকে গেল রেললাইন

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

তাপে বেঁকে গেল রেললাইন

মাত্রাতিরিক্ত তাপে সিলেট-আখাউড়া রেলপথের রেললাইন বাঁকা হয়ে যায়। এতে শমশেরনগর-মনু রেলস্টেশনের মধ্যবর্তী রেলগেট এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকা পড়ে।

রোববার বিকালে এ ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোববার দিনভর প্রচণ্ড রোদ ও গরমের কারণে রেললাইন আঁকাবাঁকা হয়ে যায়। আঁকাবাঁকা হওয়া লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। ৭১৯ নম্বর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রোববার বিকাল ২টা ৪৭ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে সাত মিনিট সময় লাগে। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং একপর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট সময় ধরে পানি, বালি ও কাদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠাণ্ড হওয়ার পর বিকাল ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, গরম হয়ে রেললাইন আঁকাবাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে পানি, বালি ও কাদা ছিটিয়ে দেই। পরবর্তীতে ট্রেন ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম