মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে পুকুরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটেছে।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষি কামাল মাতুব্বর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে জানা গেছে, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রুপরাইর গ্রামের মাছচাষি কামাল মাতুব্বরের দুটি মাছের ঘেরে শনিবার রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। রোববার সকালে কামাল ঘেরে গিয়ে দেখেন পাশাপাশি দুইটি ঘেরের রুই, কাতল, সিলভারকাপ, পাঙ্গাস ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কামাল বলেন, ‘কে বা কারা আমার দুইটি ঘেরে বিষ দিয়েছে আমি তা দেখি নাই। এর আগে গত ঈদের সময় দুইটি ঘেরেই বিষ দিয়েছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছি। যারা আমার ঘেরে বারবার বিষ প্রয়োগ করে আমার আর্থিক ক্ষতি করছে, আমি তাদের বিচার চাই। দুইটি ঘেরে কমপক্ষে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় ঘের মালিক কামাল মাতুব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’