
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০১:২১ এএম
ইউনিয়ন থেকে ৭ রোহিঙ্গাকে জন্মসনদ দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

আরও পড়ুন
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদ থেকে সাত রোহিঙ্গাকে জন্মসনদ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকায় ইতোমধ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিজয় কাজীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রথমে রোহিঙ্গা জন্মসনদ ইস্যুটি সম্পূর্ণ অস্বীকার করেন পরিষদের সচিব বিএম লুৎফর রহমান। এছাড়া এরকম কিছু হয়ে থাকলে তা খুঁজে বের করে তার কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
বিএম লুৎফর রহমান বলেন, আমরা বিষয়টি জেনেছি; তবে সার্ভার ডাউন থাকায় এখনো কিছু করা যায়নি। সার্ভার ঠিক হলে আবেদনগুলো বাতিল করে দেওয়া হবে।
ইউএনও জানান, ইতোমধ্যেই আবেদনগুলো বাতিল করে দিয়েছেন সচিব। তাছাড়া ইউএনওর কার্যালয় থেকে জেলা প্রশাসক বরাবর বিষয়টি নিয়ে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মূল অভিযুক্ত বিজয় কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।