Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ পিএম

রায়পুরায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর রায়পুরা ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি ৩ জন নিহত হয়েছের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন।

ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ শিশুসহ সিএনজিতে থাকা ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ২ জন।

ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম