বিয়ের ৪ মাসের মাথায় নারীকে হত্যার অভিযোগ, আত্মহত্যা বলে প্রচার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের ৪ মাসের মাথায় সুলতানা নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই নারীকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।
শুক্রবার তার ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। সুলতানা চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদ গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
জানা গেছে, ৪ মাস আগে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে জসিম মোল্লা চট্টগ্রাম থেকে সুলতানাকে নিয়ে এসে কুমারখালীর বাটিকামারা গ্রামে বসবাস শুরু করেন। একপর্যাযে এলাকাবাসীর আপত্তির মুখে জসিম সুলতানাকে নিয়ে পালিয়ে মধুপুরে যান।
এদিকে বৃহস্পতিবার সুলতানা বিষপান করেছে বলে প্রচার চালিয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন। জসিম ইতিপূর্বে আরও তিনটি বিয়ে করেছে তাদের মধ্যে একজন মারা গেছে এবং অপর দুজনের খোঁজ নেই। সুলতানার বাবা আব্দুল খালেক জানান, তার মেয়েকে নির্যাতনে হত্যা করা হয়েছে। পরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। ওসি আকিবুল ইসলাম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।