রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর চাতাল থেকে ট্রাকে বালু তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তুপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ট্রাক চালকের সহকারি নিহত হয়।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম সরেজমিন সেখানে গিয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন।