সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাইডেন-হাসিনার সেলফিতে মানুষকে বোকা বানানো যাবে না। এ সেলফি আওয়ামী লীগ সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর ১ দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। উত্তরাঞ্চলে এ রোডমার্চ কর্মসূচিই শেষ কর্মসূচি। এই কর্মসূচিতে হাসিনার পতন হবে। বাংলাদেশের মানুষ ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পাবে।
সোমবার দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ ভোটে অংশগ্রহণ করবেন। এই নির্বাচনে আওয়ামী লীগের কারচুপি বা ভোট ডাকাতির কোনো সুযোগ থাকবে না। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো বিরোধীদল অংশ নেবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো একদলীয় কোনো নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দেবে।
কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জেলানী, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির নেতারা।
প্রস্তুতি সভায় জানানো হয়, বগুড়া সদরের এরুলিয়া স্কুল থেকে রোড মার্চ শুরু হয়ে দুপচাঁচিয়া, সান্তাহার ও নওগাঁ বাইপাস মহাসড়কে সমাবেশ করা হবে। এসব সমাবেশে হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।