Logo
Logo
×

সারাদেশ

ভারমুক্ত গাজীপুর সিটি, প্রথম নারী মেয়রকে বরণে নতুন সাজে নগর ভবন

Icon

শাহ সামসুল হক রিপন, গাজীপুর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

ভারমুক্ত গাজীপুর সিটি, প্রথম নারী মেয়রকে বরণে নতুন সাজে নগর ভবন

ভারপ্রাপ্ত মেয়রের আনুষ্ঠানিক বিদায়ের মধ্য দিয়ে রোববার ভারমুক্ত হলো গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। এদিকে গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনকে বরণ করতে নতুন সাজে সাজানো হয়েছে নগর ভবন।

গাসিক গঠনের পর ভারপ্রাপ্ত মেয়রের দ্বিতীয় পরিষদের মেয়াদ রোববার মাসিক সমন্বয় সভার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা ছিল; কিন্তু কোরাম সংকটের কারণে সমন্বয় সভা করতে না পেরে ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নগর ভবন থেকে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করেন।

গত ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর প্রথম মাসিক সভার মধ্য দিয়ে এ পরিষদের যাত্রা শুরু হয়েছিল।

সোমবার নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের নেতৃত্বাধীন তৃতীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জায়েদার এ পরিষদ গঠিত হয়।

মো. আসাদুর রহমান কিরণ গাসিকের প্রথম পরিষদে মোট ২৭ মাস ১৩ দিন এবং দ্বিতীয় পরিষদে প্রায় ২১ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বিপুল ভোটে নির্বাচিত গাসিকের প্রথম মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানকে রাজনৈতিক মামলায় অভিযুক্ত দেখিয়ে প্রথমে ২০১৫ সালের ১৯ আগস্টের পর ২০১৬ সালের ১৯ এপ্রিল ও সর্বশেষ ২০১৭ সালের ৬ জুলাই মোট তিন দফায় সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে আর মেয়রের চেয়ারে বসতে দেওয়া হয়নি। কারাগারে অসুস্থ হয়ে জামিন লাভ করলেও তিনি দীর্ঘ দিন চিকিৎসাধীন থেকে মারা যান।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে গাসিক দ্বিতীয় পরিষদের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়। পরে সাধারণ ক্ষমা করে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

গাসিকের আলোচিত এই দুই মেয়াদেই সর্বমোট ৪৮ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন টঙ্গী এলাকার এবং আজমত উল্লাপন্থি হিসেবে পরিচিত ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরণ। তিনি তৎকালীন টঙ্গী পৌরসভায়ও একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

এবারের সিটি নির্বাচনে মেয়র পদে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন প্রতিযোগিতায় তাকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ দলের একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনও করেছিলেন। অবশেষে মনোনয়ন প্রতিযোগিতায় তিনি হেরে যান।

গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম জানান, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর দ্বিতীয় পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে আইন অনুযায়ী গাসিকের দ্বিতীয় পরিষদের মেয়াদ রোববার শেষ হয়েছে। তৃতীয় বা নতুন পরিষদের মেয়াদ গণনা শুরু হবে প্রথম মাসিক সভা যেদিন হবে সেদিন থেকে। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর নতুন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠানের কথা রয়েছে।

এদিকে নতুন পরিষদকে স্বগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগর ভবন। সোমবার গাসিকের নবনির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরীতে সাজ সাজ রব বিরাজ করছে। তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নগরবাসীর বহু আকাঙ্ক্ষিত এ অভিষেক অনুষ্ঠান।

নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম অভিষেক অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম