Logo
Logo
×

সারাদেশ

অনিয়মের অভিযোগ পেয়ে রামেবিতে দুদক

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

অনিয়মের অভিযোগ পেয়ে রামেবিতে দুদক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বিভিন্ন অনিয়ম খুঁজে বের করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনসহ কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বারবার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

দুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘নিয়োগ সংক্রান্ত বেশকিছু অভিযোগে আমরা এসেছিলাম। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম