Logo
Logo
×

সারাদেশ

কাশ্মীরি ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে ফরিদগঞ্জের জাফরুল

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম

কাশ্মীরি ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে ফরিদগঞ্জের জাফরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সম্পর্ক ধরে রাখল দশ বছর। অবশেষে এক সত্তায় মিলিত হলো ভারতের কাশ্মিরের ডা. হুমায়রা বেগম ও ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাছমত উল্লাহ সাউদের ছেলে বর্তমানে ফ্রান্স প্রবাসী জাফরুল হাসান সাউদের সঙ্গে।

শুক্রবার কাশ্মীরের শ্রীনগরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন বর জাফরুল হাসান সাউদের বড় ভাই ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কামরুল হাসান সাউদ।

জানা যায়, জাফরুল হাসান বাংলাদেশে অবস্থানকালীন ১০ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্মীর রাজ্যের শ্রীনগরের আনোয়ার খানের দ্বিতীয় মেয়ে চিকিৎসক হুমায়রার সঙ্গে পরিচয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে কর্মের জন্য জাফরুল ৫ বছর আগে ফ্রান্সে চলে যান। সেখানে থাকলেও তাদের সম্পর্ক অটুট ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম