জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
বাংলাদেশ জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলায় ৫০ সদস্য বিশিষ্ট ও হাজীগঞ্জ পৌরসভায় ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার চাঁদপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সভাপতি ইমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল লতিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলহাজ মির্জা গিয়াস উদ্দিনকে আহ্বায়ক, বেল্লাল হোসেন মিয়াজীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ হোসেনকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান, জাহাঙ্গীর আলম, মনির হোসেন টেলু, বীর মুক্তিযোদ্ধা জয়নাল, জাফর মেম্বার, মোস্তাফিজুর রহমান, ডা. সাইফুল, ডা. মোহাম্মদ আলী, ডা. মোমিন, সদস্য খোরশেদ আলম খশু, জিয়াউর রহমান বিপুল, কামরুল ইসলাম কাজল, সাঈফ মোহাম্মদ রিজবী, মোস্তাফিজুর রহমান, জহির হোসাইন টিপু, মুরাদ আহমেদ, তাজু মজুমদার, লতিফ বেপারীসহ ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
একই দিনে হাজীগঞ্জ পৌর জাতীয় পার্টির ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টি। এতে মোরশেদুল আলমকে আহ্বায়ক ও খলিলুর রহমান মির্জাকে সদস্য সচিব করা হয়।
এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান, বারেক মিজি, আলাউদ্দিন চৌধুরী, সফিউল্ল্যা মিয়াজী, আবিদ মেম্বার, সদস্য আব্দুর রহমান বাবলু, নূরে আলম, আক্তার হোসেন ভূঁইয়া, মোস্তফা মিয়াজি, সুমন, সাইমুম ইসলাম, জাহাঙ্গীর আলম মিজি, আলমগীর হোসেন, মো. রাজু, বাবুল মিয়াজি, মঞ্জুর আলম, শরীফ হোসেন পাটোয়ারী, রাশেদ পাটোয়ারী ও দীপক সাহা।