Logo
Logo
×

সারাদেশ

কমলনগরে কাজীর বাড়িতে গোপনে বাল্যবিয়ে

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

কমলনগরে কাজীর বাড়িতে গোপনে বাল্যবিয়ে

কমলনগরে নিকাহ রেজিস্ট্রারের (কাজী) সহযোগিতায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকালকিনি ইউনিয়নের কাজী মো. নিজাম উদ্দিন তার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের বাড়িতে বসে গোপন চুক্তির ভিত্তিতে ওই বিয়ে সম্পন্ন করেন।

জানা যায়, উপজেলার চরজগবন্ধু ইসলামিয়া মাদ্রাসার ওই ছাত্রীর জন্ম নিবন্ধন ও মাদ্রাসার ভর্তি রেকর্ড অনুযায়ী বয়স ১৫ বছর ৬ মাস ২৯ দিন হয়। কিন্তু অভিযুক্ত কাজীর পরামর্শে কোর্ট এফিডেভিট করে বয়স বাড়িয়ে গত ৩০ আগস্ট রাতে বিয়ের কার্যাদি সম্পন্ন করা হয় একই এলাকার আবুল কাশেমের ছেলে সোহেল হোসেনের সঙ্গে।

এদিকে অভিযুক্ত কাজী মো. নিজাম উদ্দিন তার বাসায় বাল্যবিয়ে সম্পন্ন করার সত্যতায় বলেন, কাবিননামা চাইলে কোর্ট এফিডেভিটের মাধ্যমে প্রক্রিয়া করে দেওয়া হবে। এজন্য চার মাস সময় লাগবে বলে তিনি জানান।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, ওই কাজীর বিরুদ্ধে আরও একাধিক বাল্যবিয়ে অনুষ্ঠানের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম