পুঠিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
পুঠিয়ায় অন্তঃসত্ত্বা বিথী বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের তীরের সঙ্গে ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়েছেন। এদিকে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার রাতে ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথী বেগম ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে। ভুক্তভোগীর মা বিলকিস বেগম বলেন, প্রায় চারমাস আগে আব্দুল হালিম কৌশলে বিথীর আগের স্বামীকে তালাক করিয়ে বিয়ে করে। বিথীর প্রথম পক্ষের একটি পাঁচবছরের ছেলে আছে। এরপর বর্তমান স্বামীর পক্ষে বিথী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। আব্দুল আলিমের কথামতো না চলায় তার মেয়েকে হত্যা করেছে।
এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে গত রাতে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটা হত্যা না আÍহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাচ্ছে না।