বগুড়ার বিসিকে নৈশপ্রহরীর মাথা থেঁতলানো লাশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
বগুড়ার বিসিক শিল্পনগরী থেকে আবদুল বাছেদ (৪০) নামে নৈশপ্রহরীর মাথা থেঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের সামনে তার রক্তাক্ত লাশ পড়েছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল বাছেদ বগুড়ার গাবতলী উপজেলার পাইকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া বিসিক শিল্পনগরীতে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে দুই মাস আগে নৈশপ্রহরীর কাজ নেন। বাছেদ সোমবার রাতে বাড়ি থেকে ডিউটিতে আসেন। মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের পাশে তার মাথা থেঁতলানো রক্তাক্ত লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রাতে বিসিক শিল্পনগরীর ভেতরে বালুবাহী ট্রাক চলাচল করে। নৈশপ্রহরীর মাথা থেঁতলানো ও রাস্তায় জমাট বাঁধা রক্ত দেখে মনে হচ্ছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।