Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ সরকার মানেই উন্নয়ন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

আ.লীগ সরকার মানেই উন্নয়ন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টঙ্গীতে সিটি করপোরেশনের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ছবি: যুগান্তর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আমাদের সরকারের আমলে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আর কেউ করতে পারবে না।

সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নিজস্ব জমিতে টঙ্গী অঞ্চলের অস্থায়ী অফিস ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) এএসএম সফিউল আজমের সভাপতিত্বে ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাসিকের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।

এতে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার প্রমুখ।

এর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডিএল বিল্ডিং থেকে টঙ্গী পূর্ব থানা এবং থানা গেট থেকে মা টাওয়ার পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম