Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের ধাক্কা খেয়ে সেতুর গার্ডারে আটকে ছিল যুবকের লাশ

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

ট্রেনের ধাক্কা খেয়ে সেতুর গার্ডারে আটকে ছিল যুবকের লাশ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কা খেয়ে ব্রিজের গার্ডারে আটকে ছিল ওই যুবকের লাশ। সোমবার সকালে বাগাতিপাড়া ও লালপুর সীমান্তবর্তী বড়াল নদের ওপর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট এলাকায় কর্মরত রেললাইন মিস্ত্রি আব্দুল আজিজ জানান, পার্বতীপুর হতে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বাগাতিপাড়ার ইউএনও পার্কসংলগ্ন ২২০ নম্বর বড়াল রেল ব্রিজ অতিক্রম করার সময় ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত যুবক হাত নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কা খেয়ে যুবক লাইন থেকে পড়ে ব্রিজের গার্ডারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং এর আগে ওই এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ের থানার পরিদর্শক হারুনুজ্জামান রুমেল জানান, তারা লাশ উদ্ধার করেছেন এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম