Logo
Logo
×

সারাদেশ

রেস্তোরাঁর ফ্রিজে পচা মাংসের সঙ্গে মরা ইঁদুর!

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পিএম

রেস্তোরাঁর ফ্রিজে পচা মাংসের সঙ্গে মরা ইঁদুর!

ফ্রিজে রাখা ছিল পচা মাংস; সঙ্গে ছিল মরা ইঁদুর। এসব মাংস ব্যবহার করা হতো রেস্তোরাঁর রান্নায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সড়কের একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে এ চিত্র দেখেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

অভিযানে আখাউড়া স্টেশন সড়ক এলাকায় অতিথি রেস্তোরাঁর রান্নাঘরে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে। এ ছাড়া ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে পচা মাংসের সঙ্গে মরা ইঁদুর। একই সঙ্গে রাখা হয়েছে কাঁচা ও রান্না করা মাংস। এসব অপরাধে রেস্তোরাঁর মালিক নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে রক্ষিত পচা মাংস ও মরা ইঁদুরসহ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম