Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ৩ বন প্রহরীকে অপহরণ

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ এএম

টেকনাফে ৩ বন প্রহরীকে অপহরণ

অপহরণকৃতদের উদ্ধারে স্থানীয়দের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে এবার তিন বন প্রহরী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার হ্নীলা দমদমিয়ার ন্যাচার পার্কের পশ্চিম পাহাড়ে বন বিভাগের দায়িত্ব পালনকালে তারা অপহরণের শিকার হন। 

অপহরণকৃতরা হলেন— হ্নীলা ৯নং ওয়ার্ডের মো. শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। 

স্থানীয়রা জানান, তিন বন প্রহরীকে অপহরণের বিষয়ে জানার পর ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, সিপিজি সদস্য ও বন বিভাগের কর্মীদের নিয়ে রাত পর্যন্ত গহিন পাহাড়ে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 

শনিবার সকালে মুচনী বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার বলেন, পাহাড়ে পাহারার দায়িত্ব পালনকালে আমাদের তিনজন লোককে ধরে নিয়ে গেছে। আমরা থানায় জানিয়েছি। তাদের উদ্ধার আমাদের অভিযান অব্যাহত আছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আলী বরেন, আমার এলাকার তিনজন বন প্রহরীকে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে জনসাধারণসহ গহিন পাহাড়ে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম