Logo
Logo
×

সারাদেশ

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিদগ্ধ ১০, সবার অবস্থা আশঙ্কাজনক

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ এএম

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিদগ্ধ ১০, সবার অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজার জেলার নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ হওয়াদের মধ্যে কারও কারও শরীর ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটির রাশেদ সাহেবের ঘাটের সেলিম বহদ্দারের ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন।

আহতরা হলেন- শাহীন (৩৫), ওসমান গনি (২০), শফিকুল ইসলাম (২৬), দীল মোহাম্মদ (৩৬), আইয়ুব আলী (৫৫), রফিকুল ইসলাম (২২), রহিম উল্ল্যাহ (৩৮), মইন আহমেদ (২৪), রহিম (৩০) ও আরমান (২২)। আহতদের সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এসআই নুরুল আলম আশেক বলেন, কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি দেন।

চমেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দগ্ধদের মধ্যে ৩০ বছর বয়সী রহিম ও ৩৬ বছরের দীল মোহাম্মদের শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের মধ্যে আরমানের ৭০ শতাংশ, আইয়ুব আলীর ৬৫ শতাংশ, শাহীনের ৬০ শতাংশ, ওসমান গনির ৬০ শতাংশ পুড়ে যায়। ভর্তি হওয়া সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় প্রয়োজনীয় নার্স ও ডাক্তার নিয়োজিত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম