Logo
Logo
×

সারাদেশ

বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছর দণ্ডিত আসামি গ্রেফতার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম

বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছর দণ্ডিত আসামি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের চেয়ারম্যান।  

এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। তিনি বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২শ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে এসে গ্রেফতার এড়াতে গা-ঢাকা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম