Logo
Logo
×

সারাদেশ

১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: খোকা

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম

১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: খোকা

১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। 

রোববার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড হলেন জিয়াউর রহমান। তারই ছেলে তারেক রহমানের পরিকল্পনায় ২১ আগস্ট রাজধানী ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালানো হয়েছে। 

স্থানীয় সাদিপুর ইউনিয়নের নানাখী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সব শহিদের রুহের প্রতি মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, বিএনপি জোট সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, গ্রেনেড হামলার সব আলামত তারা মুছে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। সামনে নির্বাচন; তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি সেই ১৫, সেই ২১ আগস্টের কুশীলবদের আবারো ক্ষমতায় দেখতে চাই? নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশকে দেখতে চাই?

তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংস করে, আর শেখ হাসিনা সৃষ্টি করে। যাদের থাকার ঘর ছিল না তাদের ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন তিনি। 

খোকা বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নেতৃত্ব, স্মার্ট প্রশিক্ষণ, স্মার্ট শিক্ষাসহ সবকিছুতে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। 

অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা হাজী জাবেদ রায়হান। 

অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আলী আকবর মেম্বার, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলা আহ্বায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার পান্না, হনুফা আক্তার মিতু, শিল্পী বেগম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, আমীর আলী মেম্বার, ফাইজুল ইসলাম মেম্বার, জাকির মেম্বার, জাতীয় যুবসংহতির সোনারগাঁও উপজেলার আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় পার্টির নেতা ফিরোজ আহমেদ, কালাম মেম্বার, সাকিব হাসান মেম্বার, কাসেম মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম