Logo
Logo
×

সারাদেশ

যে কারণে দেড়শ টাকার ডাব নেমেছে ৭০ টাকায়!

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম

যে কারণে দেড়শ টাকার ডাব নেমেছে ৭০ টাকায়!

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুরে হঠাৎ করে অস্থির হয়ে উঠা ডাবের দোকানে বাজার মনিটরিং জোরদার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বেলা ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের চকবাজার, থানা রোডসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা অস্থায়ী ডাবের দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় প্রতিটি ডাব ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে ক্রয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাব বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। যার ফলে তাৎক্ষণিকভাবে দেড়শ টাকায় বিক্রি হওয়া প্রতিটি ডাব ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি শুরু করেন দোকানিরা।

এছাড়াও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে শহরের চকবাজারের সাপ্তাহিক হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রসুনের ক্রয় রশিদ দেখাতে না পারা ও বেশি দামে রসুন বিক্রির অপরাধে ২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

বাজার মনিটরিং কার্যক্রমে জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ, বাজার বণিক সমিতির প্রতিনিধি ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম