Logo
Logo
×

সারাদেশ

রাসিকের আয়তন বাড়াতে আবেদন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম

রাসিকের আয়তন বাড়াতে আবেদন

ফাইল ছবি

নাগরিক সেবার পরিধি বাড়ানো এবং পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয়তন বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আধুনিক নগরায়ণের বিষয়টি মাথায় রেখে সিটি এলাকার সীমানা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নগরীর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলোকে আরও উন্নয়ন করা যায়, সেগুলো আমরা চিহ্নিত করেছি। অপরিকল্পিত নগরায়ণ হতে রক্ষা পেতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এটি বাস্তবায়ন হলে নাগরিক সেবার মান বাড়বে বলে মনে করেন তিনি।

মেয়র বলেন, সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একত্রে পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য কাজ করবে।

তিনি বলেন, ‘সীমানা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে আমরা আবেদন করেছি। মন্ত্রণালয় জানিয়েছে- দ্রুত কমিটি গঠন করে পর্যবেক্ষণে রাজশাহী পাঠানো হবে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিটার নামে একটি কমিটি আছে, তারাও বিষয়টি পর্যবেক্ষণ করবে। তাদের জমা দেওয়া প্রতিবেদনের ওপর নির্ভর করে চূড়ান্ত অনুমোদন হতে পারে।’

জানা যায়, আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রণালয়। সীমানা বৃদ্ধির আবেদন অনুমোদন হলে বর্তমান সীমানার সঙ্গে যোগ হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা এবং দামকুড়া ও কর্ণহার থানা। আর মহানগরীর আয়তন বেড়ে দাঁড়াবে ৩৫০ বর্গকিলোমিটারে। বর্তমানে এটি রয়েছে ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার।

সিটি করপোরেশন সূত্র জানায়, ১৮৭২ সালে রাজশাহী পৌরসভা গঠিত হয়। পরে ১৯৮৭ সালে তা সিটি করপোরেশনে উন্নীত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম