
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম
শিবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৮:২০ এএম

আরও পড়ুন
নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জুবায়দুল (৩০)।
আরও পড়ুন: পদ্মার গর্ভে বিলীন জেলেখার শেষ সম্বল
পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালের আনার পর আরও একজন মারা যান। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ইটাখোলা হাইওয়ে ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনসহ মোট ৭ জন মারা যায়। আহতদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।