Logo
Logo
×

সারাদেশ

তিন দাবিতে চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কর্মসূচি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৮:১৬ এএম

তিন দাবিতে চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কর্মসূচি

জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও কালুরঘাট রেল-কাম সড়ক সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি কর্মসূচি ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ আগস্ট প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৬ সেপ্টেম্বর কালুর ঘাট প্রান্তে মোহরায় অবস্থান ধর্মঘট, এরপর চট্টগ্রামের প্রতিটি থানা ও ওয়ার্ডে পথসভা, চসিক মেয়র, সিডিএ চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক ও  কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে। 

এছাড়া গোল টেবিল আলোচনা সভার আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব এইচএম মুজিবুল হক শাকুর। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর ফজলে আকবর শাহ্জাহান, যুগ্ম মহাসচিব লায়ন মুহাম্মদ নুরুল আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম ও বন্দর শ্রমিক লীগ সিবিএ সভাপতি মাহ্ফুজুর রহমান খান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম