Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণচেষ্টা মামলায় দুজনের ২৪ বছর করে কারাদণ্ড

Icon

নাটোর ও লালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম

ধর্ষণচেষ্টা মামলায় দুজনের ২৪ বছর করে কারাদণ্ড

নাটোরে একটি ধর্ষণচেষ্টা মামলায় বৃহস্পতিবার আব্দুর রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

মামলার পৃথক দুটি ধারায় একটিতে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অপরটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর জেলার লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার আব্দুর রহমান এবং হাসমত তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখখেতের ভিতরে নিয়ে যান। সেখানে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এর মধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এ সময় দুই আসামি হাসমত আলী ও আব্দুর রহমান সেখান থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান; কিন্তু আসামিরা তাতে সায় না দেওয়ায় ভিকটিম পরবর্তীতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন।

দীর্ঘ ১৬ বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে ঘোষিত সাজা একসঙ্গে নয়, আলাদাভাবে খাটতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম