Logo
Logo
×

সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ড বাজিয়ে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষ!

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০২:১৯ পিএম

মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ড বাজিয়ে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষ!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ড পার্টির বাদ্য বাজিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিমুলবাজার এলাকার আশপাশে থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ১২টা পর্যন্ত চলে। পরে পুলিশ তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, ৪-৫ দিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে পাতরাইল থানমাত্তা ও পুকুরপাড় গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এক সালিশবৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশবৈঠক চলাকালে পাতরাইল থানমাত্তা গ্রামের ৪-৫ জন যুবককে পুকুরপাড় গ্রামের লোকজন মারধর করে। এর সূত্র ধরে আজ সকাল ১০টার সময় পাতরাইল থানমাত্তা গ্রামের পক্ষ হয়ে কালামৃধা ইউনিয়নের লোকজন এবং পুকুরপাড় গ্রামের লোকজনের হয়ে আজিমনগর ইউনিয়নবাসী সমর্থন দেয়। এতে দুই ইউনিয়নবাসী মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ড পার্টির বাদ্য বাজিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

আরও পড়ুন: পিস্তল ঠেকিয়ে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

স্থানীয় তিন ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায়। এ ঘটনা এলাকায় থমথমে ভাব বিরাজ করেছে। 

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, আমরা স্থানীয় ঘারুয়া, কালামৃধা ও আজিমনগর তিন চেয়ারম্যান মিলে পরিবেশ শান্ত করি।

কালামৃধা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল মাতবর বলেন, আমার এলাকার লোকজন পাতরাইল থানমাত্তা গ্রামের সমর্থন দেয়। পরে আমি তাদের ফিরিয়ে দিয়েছি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম