পিস্তল ঠেকিয়ে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
গাজীপুরের টঙ্গীতে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে মুদাফা মাস্টারবাড়ি এলাকায় পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের বাসায় এ ঘটনা ঘটে।
ডাকাত দলের সদস্যরা বাসার লোকজনের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভিপি আসাদুজ্জামান নূর জানান, রাত সোয়া ৩টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসার সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
ডাকাত দলের সদস্যরা আতঙ্ক সৃষ্টি করার জন্য পিস্তলের ম্যাগাজিন ও গুলি বের করে দেখায়। পরে ঘরে রক্ষিত আলমারি, সুকেশ ও ওয়্যারড্রপ ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। পরে সিসিটিভি ক্যামেরার ডিভিআরটিও খুলে নিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।