Logo
Logo
×

সারাদেশ

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেক ট্রেন আটকা পড়েছে।

আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য, মেয়র জাহাঙ্গীরের ক্ষমা প্রার্থনা 

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে। লাইনচ্যূত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম