Logo
Logo
×

সারাদেশ

ইছামতি নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম

ইছামতি নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকার ইছামতিতে গোসল করতে নেমে বোয়ালী গ্রামের এখলাস মোল্লার ছেলে মো. সাইদুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মৃতদেহ নদী থেকে উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, সাইদুল ও তার বন্ধু দুপুরে ইছামতি নদীতে গোসল করার জন্য নামে। একপর‌্যায়ে সাইদুল পানিতে তলিয়ে যায় ও তার বন্ধু কোনোমতে প্রাণে বাঁচে। বিষয়টি মৃত সাইদুলের স্বজনরা জানতে পেরে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার‌্যালয়ে ফোন করেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ নদী থেকে উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকার দোহারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় ঢাকার বঙ্গবাজার থেকে ডুবুরি দল এসে সাইদুলের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের এসআই অজিত কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ জানতে পেরেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম