নৌকার প্রশ্নে কোনো আপোষ নয়: প্রতিমন্ত্রী রাসেল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম
![নৌকার প্রশ্নে কোনো আপোষ নয়: প্রতিমন্ত্রী রাসেল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/23/image-709956-1692784562.jpg)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেছেন, গত সিটি করপোরেশন নির্বাচনে আমরা হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে গাজীপুরবাসী যেন আমাদের সেই দুঃখ কষ্টমুক্ত করেন, সেটাই প্রত্যাশা করি। আমরা মনে করি, বঙ্গবন্ধুর প্রশ্নে জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে নৌকার প্রশ্নে কোনো আপোষ নেই, আপোষ হতে পারে না।
গাজীপুর মহানগরীর হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, গাজীপুর সিটি করপোরেশনের জন্য প্রধানমন্ত্রী ৯ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। যেটা দিয়ে আমরা নগরীর উন্নয়ন করে যাচ্ছি। উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শাহিনুল আলম মৃধার সঞ্চালনা ও আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।