Logo
Logo
×

সারাদেশ

বিজ্ঞানের পথ ধরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবর্তন: প্রযুক্তি মন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১০:৪৪ পিএম

বিজ্ঞানের পথ ধরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবর্তন: প্রযুক্তি মন্ত্রী

ফাইল ছবি

বিজ্ঞানের পথ ধরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চিড়িয়াখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, রাজশাহী একটি শিক্ষানগরী। স্থানীয় এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে নভোথিয়েটার। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। 

সৌভাগ্যক্রমে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তা বুঝত না, সবাই ঠাট্টা করত। সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে এখন আর কেউ ঠাট্টা করে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের পথে। 

রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অবদান অনেক বেশি বলেও মন্ত্রী উল্লেখ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম