সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যুবক আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১১:০৮ এএম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৪৬টি র্স্বণের বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে একজন যুবককে আটক করেছে বিজিবি। এর ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুলতানপুর বিজিবি সদস্যরা নাস্তিপুর বেলে মাঠের একটি বাগানের ভেতরে অবস্থান নেয়। এ সময় ভারতে পাচার করার জন্য আরিফুল ইসলাম সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে সন্দেহ হলে আটক করা হয়।
আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মীকে এক মাস আটকে রেখে নির্যাতন
তার নিকট থেকে অভিনব কায়দায় কাপড় দিয়ে কোমরে পেঁচানো অবস্থায় ছোট-বড় ৪৬টি র্স্বণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবির সুলতানপুর ক্যাম্পের নায়েব সুবেদার দুলাল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আসামি হস্তান্তর করেছেন।