কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙর জব্দ
যুগান্তর প্রতিবেদন ও বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম
বরগুনার পাথরঘাটার নতুনবাজার সংলগ্ন খালের পাড় এলাকার শুঁটকি পল্লি থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ হাজার কেজি নিষিদ্ধ হাঙর জব্দ করেছে; যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার শুঁটকি পল্লিতে বিপুল পরিমাণে শিকার নিষিদ্ধ হাঙরের শুঁটকি মজুদ রয়েছে। এরপর সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে একটি শুঁটকি পল্লি থেকে ২০ হাজার কেজি (৫০০ মণ) নিষিদ্ধ হাঙর মাছের শুঁটকি জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড এর কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল বলেন, পাথরঘাটা পৌরসভার নতুনবাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের অভিযানে টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙর জব্দ করা হয়; যা সরকারি গেজেট অনুযায়ী ২ হাজার ৫শ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে।
তিনি আরও বলেন, জব্দকৃত হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বন বিভাগের মাধ্যমে জব্দকৃত হাঙরগুলো আগুন দিয়ে ও মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।