Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম

ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল করেছে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলক রেল ট্রাকটি মাওয়া এসে পৌঁছায়। 

চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি ভাঙ্গার দিকে ছেড়ে যায়।

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে রওনা হওয়ার পর আমরা কেরানীগঞ্জ স্টেশনে একটু থেমেছিলাম। সেখানে যে কাজ চলমান আছে সেগুলো ডিজি পরিদর্শন করেন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর ওপরের সেতুসহ আমরা চারটি প্রধান সেতুর ওপর দিয়ে মাওয়ায় এসে পৌঁছেছি। পরে দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বেধে দেওয়া সময়েই এ রুটে ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে কবে নাগাদ উদ্বোধন করা হবে সে তারিখটি আমরা জানি না। সেটা এখন সুনির্দিষ্ট করা হয়নি।’

এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে ডিজি কামরুল হাসান, কর্নেল মো. ফারুক হোসেন প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম