Logo
Logo
×

সারাদেশ

পদ্মার এক ইলিশের দাম ২৮৬০ টাকা!

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম

পদ্মার এক ইলিশের দাম ২৮৬০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ। যার দাম হয়েছে ২ হাজার ৮৬০ টাকা! সোমবার দুপুর ১২টার দিকে মাছটি ধরা পড়ে। 

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ইলিশ মাছটি প্রতি কেজি ২ হাজার ২শ টাকা দরে মোট ১ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় ইলিশ মাছটি আমি ২ হাজার ৮৬০ টাকায় কিনেছি। ইলিশ মাছটি পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে একটু লাভ রেখে বিক্রি করে দিয়েছেন বলে জানান ওই মাছ ব্যবসায়ী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম