
প্রিন্ট: ১২ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবারও পিছিয়েছে।
রোববার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক পিএম শাহাদাৎ হোসেনের এজলাসে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও তিন আসামি ও সাক্ষীরা উপস্থিত না থাকায় তারিখ পিছিয়েছে।
আগমী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী সরোয়ার আহমদ আবদাল।
তিনি বলেন, এ মামলার তিন আসামিকে অন্য মামলায় ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। তারা ঢাকার কারাগারে। এই তিন আসামিকে আদালতে হাজির করতে না পারায় ও সাক্ষীরা না আসায় রোববার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।