Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১১:০৭ পিএম

ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের এক গৃহবধূ ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন।  মামলার পর থেকে তাকে মোবাইলে ও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

শনিবার ভুক্তভোগী জানান, তিনি মঙ্গলবার চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বাবু মোল্যা (৪৫), বসার মোল্যা (৩৫) ও রাসেল মোল্যার (৩৫) নামে ধর্ষণ মামলা করেন।  মামলার তদন্ত দেওয়া হয়েছে পিবিআইয়ের ওপর। এ মামলার পর তারা নানাভাবে হুমকি অব্যাহত রেখেছে। তাদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজানা আতঙ্কে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

বাদীর শাশুড়ি কহিনূর বেগম জানান, তারা খুবই গরিব মানুষ। অপরদিকে আসামিরা প্রভাবশালী ও খুবই খারাপ প্রকৃতির লোক। এ অন্যায় কাজ থেকে বিরত থাকতে তাদের অনেকবার অনুরোধ করা হয়েছে। সালিশ বৈঠকেও কোনো কাজ হয়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম