Logo
Logo
×

সারাদেশ

পাটখেতে জান্নাতুলের কঙ্কাল, ধর্ষণের পর হত্যা করা হয় তাকে

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম

পাটখেতে জান্নাতুলের কঙ্কাল, ধর্ষণের পর হত্যা করা হয় তাকে

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটখেত থেকে জান্নাতুল নেছা (১৯) নামে এক তরুণীর কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাহফুজ মণ্ডল (২১) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের পর জান্নাতুলকে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন মাহফুজ।

বুধবার আদালতে পাঠানো হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মাহফুজ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি যুগান্তরকে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

গ্রেফতারকৃত আসামি মাহফুজ মণ্ডল কালুখালী উপজেলার বি-কয়া গ্রামের পান্নু মণ্ডলের ছেলে।

মৃত জান্নাতুল নেছা কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের আবুল কাশেম ব্যাপারীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রাত থেকে নিখোঁজ ছিল জান্নাতুল নেছা। নিখোঁজের ১২ দিন পর গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকার সিরাজ মণ্ডলের পাটখেতের ভেতর থেকে একটি লাশের মাথার খুলি, চুল ও হাড়সহ বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। লাশটি শেয়াল অথবা কুকুরে খেয়ে কয়েক টুকরো করেছে; যা দেখে চেনার উপায় ছিল না।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ, পায়ের স্যান্ডেল, পরিহিত জামা ও ওড়না দেখে লাশটি জান্নাতুল নেছার বলে শনাক্ত করে মৃতের পরিবার। গত ১৮ জুলাই জান্নাতুলের মা নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ভিকটিমকে প্রথমে ধর্ষণ করে পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহফুজ নামের এক যুবককে আটক করেছি। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম