Logo
Logo
×

সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

Icon

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম

ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে আবু তাহের প্রকাশ শিপন নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট জিকো বড়ুয়া।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহের হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তা সেরাংয়ের বাড়ির মৃত আবুল কালামের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৯ জুন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে ওই ছাত্রীকে কৌশলে অফিস কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই মাদ্রাসার শিক্ষক আবু তাহের। ধর্ষণের কথা কাউকে বললে তাকে পেটানো হবে বলে ভয়ভীতি দেখানো হয়। শিক্ষক পুকুরে গেলে ওই ছাত্রী পালিয়ে বাড়িতে চলে যায়। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ১৩ জুন সন্দ্বীপ থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট জিকো বড়ুয়া যুগান্তরকে জানান, প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম