Logo
Logo
×

সারাদেশ

কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সবুজের ১২ বছর কারাদণ্ড

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১০:২৫ পিএম

কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সবুজের ১২ বছর কারাদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্র মামলায় ১২ কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। তবে এ সময় ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার জানান, ২০১৫ সালে কুমিল্লার কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেফতার করে র‌্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‌্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, অস্ত্র প্রদর্শন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগে গণমাধ্যমে অসংখ্য সংবাদ প্রকাশিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম