Logo
Logo
×

সারাদেশ

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৯:৫৯ পিএম

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের লাঠির আঘাতে আজিজার মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার বিকালে এ হামলায় গুরুতর আহত ওই ব্যক্তি বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

এ ঘটনায় মৃতের স্ত্রীসহ উভয়পক্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আজিজার মণ্ডল আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ার মৃত আক্কাস মণ্ডলের ছেলে। তিনি আপন চাচা ফরিদ উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে পারিবারিক বিরোধে স্ত্রীকে তালাক ও জমির মালিকানা নিয়ে চাচা ফরিদ উদ্দিনের (৫৮) সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর জের ধরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ফরিদ উদ্দিন ও তার ছেলে রিপন হোসেন (৩৩) লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে আজিজার মণ্ডল গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আজিরুন বেগম (৩২) ও ছোট ভাই আজিজুল মণ্ডল আহত হন। প্রতিবেশীরা আহত তিনজনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে ওই দম্পতিকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আজিজার মণ্ডল মারা যান।

সান্তাহার ইউনিয়নের সদস্য ফেরদৌস রহমান জানান, জমি নিয়ে বিরোধে চাচা ও চাচাতো ভাইয়ের লাঠি এবং ইটের আঘাতে আজিজার মণ্ডলের মৃত্যু হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম