মানিকগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম
মানিকগঞ্জ জেলাকে বুধবার ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক রেহেনা আক্তার।
জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, মানিকগঞ্জ জেলায় সাতটি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ছিল ১ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৬৫ জন, সিংগাইর উপজেলায় ৪০১ জন, সাটুরিয়া উপজেলায় ৫৯ জন, শিবালয় উপজেলায় ১৭৯ জন, ঘিওর উপজেলায় ১০৫ জন, হরিরামপুর উপজেলায় ২১৩ জন ও দৌলতপুর উপজেলায় ২২৩ জন। এর মধ্যে প্রথমপর্যায়ে ঘরসহ জমি দেওয়া হয়েছে ১৩৫ জনকে। দ্বিতীয় পর্যায়ে জমিসহ ঘর দেওয়া হয়েছে ২৫৫ জনকে। তৃতীয় পর্যায়ে ৩৬৭ জনকে। সর্বমোট ১ হাজার ২১৮ জনকে জমিসহ ঘর দেওয়া হয়। এর মধ্যে ঘিওর, সাটুরিয়া, সিংগাইর ও দৌলতপুর উপজেলাকে আগেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা হয়।
বাকি মানিকগঞ্জ সদর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় ২২৭টি ঘর নির্মাণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জে ২২৭ জনকে জমিসহ গৃহ দেওয়া মধ্যে দিয়ে মানিকগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহসিন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার।